পূর্বমধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপে আরোও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন পুরী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ – দক্ষিণ পূর্বে ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এটি ক্রমে পশ্চিমে অগ্রসর হয়ে আগামীকাল সকালে পুরী ও কলিঙ্গ পত্তনমের মাঝামাঝি গোপালপুরের কাছ দিয়ে অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
এর প্রভাবে আগামীকাল রাত্রি পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ৪০ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। ওই এলাকার পুজো উদ্যোক্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।