July 3, 2025 8:55 AM

printer

পুলিশের অনুমতি না মেলায় আজকের পরিবর্তে আগামী ৮ তারিখ নবান্ন অভিযান করবেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ।

পুলিশের অনুমতি না মেলায় আজকের পরিবর্তে আগামী ৮ তারিখ নবান্ন অভিযান করবেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ, হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ। গতকাল হাওড়া পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানান, মহরমের জন্য কয়েকদিন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিভিন্ন রাস্তায়। সেই কারণেই জমায়েত ও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। ৮ তারিখ ফের নবান্ন অভিযানের ঘোষণা করেছেন তাঁরা।‌ এছাড়া মুখ্যমন্ত্রীর‌ সঙ্গেও দেখা করার দাবি জানিয়েছেন।