পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিং-কে গতকাল তলব করে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে সকাল ১১ টা নাদাগ হাজিরা দেন রাহুল। বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে, এই দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও সংগ্রহ করেছেন।