মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 10, 2025 1:01 PM

printer

পুর নিয়োগ দুর্নীতি এবং ব্যাঙ্ক প্রতারণা কান্ডে ইডি আজ কলকাতা ও সংলগ্ন শহরতলীর ১৩ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে।

পুর নিয়োগ দুর্নীতি এবং ব্যাঙ্ক প্রতারণা কান্ডে ইডি আজ কলকাতা ও সংলগ্ন শহরতলীর ১৩ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেক, নাগেরবাজার, কাঁকুড়গাছি, লেকটাউন তল্লাশী চলছে। সল্টলেকের বিসি ব্লকের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসের পাশাপাশি তল্লাশি চলছে VIP রোডে মন্ত্রীর রেস্তোরাঁতে। এছাড়াও, দক্ষিণ দমদম পুরসভার, ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত ও নাগের বাজারে এক অডিটারের বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এর আগেও ২০২৪ সালে সুজিত বসুর বাড়িতে ইডি তল্লাশ চালায়।

   অন্যদিকে, বারোশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা কান্ডে ইডি আজ কলকাতায় এক  জুয়েলারী সংস্হার কর্তাদের বাড়িতে তল্লাশী চলছে। গিরীশ পার্কে চার্টাড একাউন্টেট বিশাল পাতোদিয়া এবং শরৎ বোস রোড ও নিউ আলিপুরে আরো দুই চার্টার্ড একাউটেন্টের বাড়িতেও চলছে তল্লাশি। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।