December 11, 2025 9:54 AM

printer

পুরুষদের FIH হকি জুনিয়র বিশ্বকাপে, চেন্নাইতে গতকাল জার্মানি, পেনাল্টি শ্যুট আউটে স্পেন কে ৩-২ গোলে হারিয়ে অষ্টম বারের জন্য খেতাব জিতে নিয়েছে।

পুরুষদের FIH হকি জুনিয়র বিশ্বকাপে, চেন্নাইতে গতকাল জার্মানি, পেনাল্টি শ্যুট আউটে স্পেন কে ৩-২ গোলে হারিয়ে অষ্টম বারের জন্য খেতাব জিতে নিয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১।

এর আগে, গতকাল আয়োজক দেশ ভারত, আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয়। বেলজিয়াম, নেদারল্যান্ডকে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে হারিয়ে প্রতিযোগিতায় পঞ্চম স্থানে শেষ করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।