January 24, 2026 1:22 PM

printer

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ভারত ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ভারত ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। রায়পুরে গতরাতে এই ম্যাচ জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ভারত ২-০-এ এগিয়ে গেল। জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারত ১৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। সূর্য কুমার যাদবের ৩৭ বলে অনবদ্য ৮২ ও ঈশান কিষাণের ৩২ বলে ৭৬ রান দলের জয়ের পথ প্রশস্ত করে। শিবম দুবেও ১৮ বলে ৩৬ রান করে।

নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি, জেকফ ডাফি এবং ইস সোধি একটি করে উইকেট দখল করেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তোলে। অধিনায়ক মিশেল স্যান্টনার ২৭ বলে ৪৭ রান অপরাজিত থাকেন। ভারতের কুলদীপ যাদব দুটি এবং হার্দিক পান্ডিয়া, হরষিত পান্ডিয়া, শিবম দুবে্ ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট দখল করেন। ঈসান কিষাণকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়েছে। ভারতের পরের ম্যাচ আগামীকাল গুয়াহাটিতে।