পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল পাকিস্তান শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। মহম্মদ নওয়াজ ৩৮, হুসেন তালাত ৩২ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার মহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা দুটি করে উইকেট নেন। হুসেন তালাত ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, সুপার ফোর পর্বের অন্য ম্যাচে ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়।