পুরুষদের ক্রিকেটে, আহমেদাবাদে ভারত পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩১ রান করে। তিলক বর্মা ৭৩ রান এবং হার্দিক পান্ডিয়া ৬৩ রান করেন। হার্দিক মাত্র ১৬ বলে পঞ্চাশ রান করে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন। জবাবে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২০১ রান করে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন কুইন্টন ডি কক। ভারতুর হয়ে বরুণ চক্রবর্তী চার উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ম্যাচ সেরা নির্বাচিত হন। বরুণ চক্রবর্তী সিরিজ সেরা হন।
Site Admin | December 20, 2025 12:09 PM
পুরুষদের ক্রিকেটে, ভারত, দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে