পুরুলিয়ার মানবাজার থানার বামনি গ্রামে আজ গাছে উঠে ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রাজু মাঝি। আনুমানিক সকাল সাড়ে আটটা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির গবাদি পশুর খাবারের জন্য গাছের ডালপালা কাটতে উঠেছিলেন তিনি। হঠাৎ বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই এই দুর্ঘটনা ঘটে। এরপর তাঁকে মানবাজারের গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
Site Admin | October 24, 2025 1:15 PM
পুরুলিয়ায় গাছে উঠে ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির