January 14, 2026 6:52 PM

printer

পুদুচেরীর লোক ভবনে আজ ঐতিহ্যবাহী ও উৎসব পরিবেশে পোঙ্গল উৎসব উদযাপিত হয়।

পুদুচেরীর লোক ভবনে আজ ঐতিহ্যবাহী উৎসব পরিবেশে পোঙ্গল উৎসব উদযাপিত হয় রাজ্যপাল কে কৈলাসনাথন তাঁর পরিবারের সঙ্গে  এই উদযাপনে অংশ নেন । মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, বিধানসভার অধ্যক্ষ আর সেলভাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তামিল সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।