September 29, 2025 9:35 PM

printer

পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আজ রাত থেকে পয়লা অক্টোবর রাত পর্যন্ত শহরতলী ব্যান্ডেল, তারকেশ্বর, এবং বর্ধমান মেন এবং কর্ড লাইনে মোট  আটটি অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালাবে

পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আজ রাত থেকে পয়লা অক্টোবর রাত পর্যন্ত শহরতলী ব্যান্ডেল, তারকেশ্বর, এবং বর্ধমান মেন এবং কর্ড লাইনে মোট  আটটি অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালাবে। ট্রেনগুলি রাত পৌনে একটা থেকে পৌনে দুটোর মধ্যে ছাড়বে।

এছাড়া, দুর্গা পুজা উপলক্ষ্যে দোসরা অক্টোবর পর্যন্ত, লক্ষ্মী পুজোর জন্য ৬ই অক্টোবর এবং কালীপূজা উপলক্ষ্যে আগামী বিশে অক্টোবর বিকেল ৩ টে পর্যন্ত হাওড়া ডিভিশনের সমস্ত EMU লোকাল রবিবারের সময় সূচি অনুসারে চালানো হবে বলে রেল সূত্রের খবর।