August 16, 2025 10:02 PM

printer

পুজোর আগেই ফরাক্কার দ্বিতীয় সেতু তৈরির কাজ শেষ হবে

পুজোর আগেই ফরাক্কার দ্বিতীয় সেতু তৈরির কাজ শেষ হবে। চার লেনের নতুন এই সেতু চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের উদ্যেগে ২০১৮ সালে ৬২২ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয়। কয়েকবার নানা কারণে বিলম্বিত হওয়ার পর এখন সেতু নির্মাণের মূল পর্বের কাজ শেষ হয়েছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। ফরাক্কা ব্যারাজের উপর বর্তমান যে সেতুটি আছে সেটি দু’লেনের। অথচ সেতুর দু’দিকেই ১২ নম্বর জাতীয় সড়কে চার লেনের হওয়ায় যান চলাচল বিলম্বিত হয়। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।