জন পরিষেবা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে “পিপলস প্ল্যান ক্যাম্পেন-সবকা যোজনা, সবকা বিকাশ” শীর্ষক দু মিনিটের একটি সিনেমা সারাদেশের সব হলে আগামী ৬ ই নভেম্বর পর্যন্ত দেখানো হবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি প্রকল্পে জনগণের অংশগ্রহণের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই কর্মসূচী। ২০২৬-২৭ সালের জন্য পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনায় দেশব্যাপী গ্রামীণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ানোই এর উদ্দেশ্য। এই শর্ট ফিল্মটি সিনেমা শুরুর আগে ও মাঝে বিরতির শেষ পাঁচ মিনিটে দেখানো হবে। এটি তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পঞ্চায়েত গড়ে তোলার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
Site Admin | October 24, 2025 1:11 PM
পিপলস প্ল্যান ক্যাম্পেন-সবকা যোজনা, সবকা বিকাশ” শীর্ষক দু মিনিটের একটি সিনেমা সারাদেশের সব হলে আগামী ৬ই নভেম্বর পর্যন্ত দেখানো হবে