‘পিএম সূর্যঘর মুফত্ বিজলী যোজনা’য় সারা দেশে আবাসিক এলাকায় ঘরের ছাদে মোট ৭০৭৫. ৭৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো স্থাপন করা হয়েছে।এখনো পর্যন্ত গুজরাট এই ব্যাপারে প্রথম স্থানে রয়েছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে নতুন এবং পুনর্নবীকরণ যোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রীপদ যশনায়েক জানান 2026-27 অর্থবর্ষের মধ্যে ১ কোটি গৃহে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে । এজন্য খরচ হবে ৭৫ হাজার ২১ কোটি টাকা।
Site Admin | December 9, 2025 9:03 PM
‘পিএম সূর্যঘর মুফত্ বিজলী যোজনা’য় সারা দেশে মোট ৭০৭৫. ৭৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো স্থাপন করা হয়েছে