December 16, 2025 6:52 PM

printer

পিএম-কিষাণ প্রকল্প শুরু হওয়ার পর থেকে সরকার ২১টি কিস্তিতে ৪ লক্ষ ৯ হাজার কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছে।

পিএম-কিষাণ প্রকল্প শুরু হওয়ার পর থেকে সরকার ২১টি কিস্তিতে ৪ লক্ষ ৯ হাজার কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, প্রতিটি যোগ্য কৃষক পরিবার এই প্রকল্পে উপকৃত হচ্ছেন। তিনি আরও বলেন, পিএম-কিষাণ প্রকল্পের অধীনে কৃষকদের তালিকাভুক্তির জন্য রাজ্যভিত্তিক কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কোনো রাজ্যভিত্তিক বাজেট বরাদ্দও নেই। এই প্রকল্পে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত ও যাচাই করতে এবং সফলভাবে অর্থ প্রদানের জন্য জমির রেকর্ড, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ এবং ই-কেওয়াইসি সহ যোগ্য কৃষকদের ত্রুটিমুক্ত ডেটা আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ১ কোটি ৩২ লক্ষ ৬০ হাজার ৫ শো ৪৩ জন কৃষক নিবন্ধিত হয়েছেন এবং এর মধ্যে ১ কোটি ১৬ লক্ষ ৮৯ হাজার ১ শো ৮০ জন কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।