সম্ভাব্য পারমাণবিক হুমকি সম্পর্কে পাকিস্তানি সেনাপ্রধান আসীম মুনিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এক বিবৃতিতে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনও পারমাণবিক হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেছেন যে নতুন দিল্লি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি তৈরী হলে পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান’ও প্রত্যাঘাতের জন্য তৈরী।