June 23, 2025 8:52 PM

printer

পানীয় জলের দাবিতে পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের আালিপুর গ্রামের বাসিন্দারা ফাঁকা বালতি নিয়ে দেবীপুরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান।

পানীয় জলের দাবিতে পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের আালিপুর গ্রামের বাসিন্দারা ফাঁকা বালতি নিয়ে দেবীপুরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, মেন রাস্তা দিয়ে পিএইচই জলের পাইপ লাইন গেলেও তাদের গ্রামে জলের কোনো সংযোগ দেওয়া হয় নি। দীর্ঘ ৪৫ বছর ধরে জলের এই সমস্যায় ভুগতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি গ্রামের নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট সবই তথৈবচ। স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যকে বার বার বলেও কোনো সুরাহা হয়নি। যদিও জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, ওখানে পিএইচইর কাজ চলায় রাস্তা কাটা হয়েছে। তাই জলের সংযোগ দিতে পারেনি। পি এইচইর সংগে কথা বলে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হবে বলে জানান।বেশ কিছুক্ষন অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।