September 4, 2025 9:54 PM

printer

পাটজাত পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করতে বস্ত্রমন্ত্রক কলকাতা ও দিল্লিতে ফ্যাশন শোয়ের আয়োজন করবে।

পাটজাত পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করতে বস্ত্রমন্ত্রক কলকাতা ও দিল্লিতে ফ্যাশন শোয়ের আয়োজন করবে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ কলকাতায় মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির সমাবর্তমনে দীক্ষান্ত ভাষণে একথা জানান। তিনি বলেন, মানুষ এতোদিন পাটজাত পণ্য হিসেবে শুধুমাত্র শপিং ব্যাগের ব্যবহারই জানতো। তবে, বর্তমানে পুরুষ ও মহিলাদের পোষাক সহ বিভিন্ন ক্ষেত্রেও পাটের ব্যবহার হয়ে থাকে।

পরিসংখ্যান দিয়ে, গিরিরাজ সিং বলেন, দেশে বর্তমানে বস্ত্র শিল্পের বাজার মূল্য ১৮০ বিলিয়ান ডলার। ২৩০ সালে তা সাড়ে তিনশো বিলিয়ান ডলারে পরিণত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

সমাবর্তনে ২৬৩ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির মহা নির্দেশক তনু কশ্যপ এবং প্রতিষ্ঠানের কলকাতার অধিকর্তা ব্রিজেস দেওরে।