মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 13, 2025 12:12 PM

printer

পাঞ্জাব সহ উত্তর ভারতে আজ ফসল কাটার উৎসব লোহরি উদযাপিত হচ্ছে। 

পাঞ্জাব সহ উত্তর ভারতে আজ ফসল কাটার উৎসব লোহরি উদযাপিত হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো এই উৎসবেও আগুন জ্বালিয়ে মানবজাতির সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। সাধারন মানুষ আগুনের চারপাশে ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন,  চলে বন্ধুবান্ধব এবং আত্মিয়দের সঙ্গে উপহার বিনিময়। পৌষের সমাপ্তির পাশাপাশি সূর্যের উত্তরমুখী যাত্রা উত্তরায়ণের সূচনার প্রতীক এই উৎসব। উত্তর ভারতে বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি, জম্মু ও চণ্ডীগড়ে ফসল কাটার উৎসব লোহরি পালিত হয়।

রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি লোহরি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।