পাঞ্জাবে বিধ্বংসী বন্যায় ক্ষতগ্রস্ত কৃষকদের পাশে কেন্দ্রীয় সরকার রয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান আজ আশ্বাস দিয়েছেন। নতুন দিল্লীতে দেশব্যাপী কৃষি ক্ষেত্রের এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করে শ্রী চৌহ্বান বিভিন্ন রাজ্যে বৃষিজনিত পরিস্থিতি এবং চাষবাসের ওপর তার প্রভাব পর্যালোচনা করেন। খুব শীঘ্রই তিনি পাঞ্জাবের বন্যা কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন বলেও জানিয়েছেন।
বৈঠকে দেশে খাদ্য শষ্য সহ উদ্যানপালনের অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি।এদিকে, পাঞ্জাবে বন্যা জনিত কারণে এখনো পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ তিনজন। রাজ্যের ১২ টি জেলা বন্যা কবলিত। সবথেকে বেশী পাঠানকোটে ৬ জন প্রাণ হারিয়েছেন। ১৫ হাজারের বেশী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ৯৪ হাজার হেক্টর কৃষ জমি।