মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 21, 2025 9:02 AM

printer

পাঞ্জাবের মুলানপুরে গতকাল আইপিএল এর ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৭ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে।

পাঞ্জাবের মুলানপুরে গতকাল আইপিএল এর ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৭ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আরসিবি টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়।।  প্রথমে ব্যাট করে পাঞ্জাব দল ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তোলে। প্রভসিমরণ সিং ৩৩ রান করেন। শশাঙ্ক সিং ৩১ রানে অপরাজিত থাকেন। ব্যাঙ্গালুরুর হয়ে ক্রূনাল পান্ডিয়া, সূয়াশ শর্মা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ৩ উইকেট হারিয়ে ১৮ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি ৭৩ রানে অপরাজিত থাকেন। দেবদত্ত পাড়িকল ৬১ রান করেন। পাঞ্জাবের হয়ে অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নিয়েছেন। বিরাট ম্যাচের সেরা হয়েছেন। এই ম্যাচে জয়ের ফলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল। সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট সংগ্রহ করে নেট রানরেটে পিছিয়ে থাকায় পাঞ্জাব চতুর্থ স্থানে রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।