পাক সন্ত্রাসবাদীদের নির্মূলকরার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীরেরকিস্তওয়ার এবং ডোডা জেলায় শীতকালীন অভিযান শুরু করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে,জম্মু অঞ্চলে বর্তমানে ৩০ থেকে ৩৫ জন পাকিস্তানী হামলাবাজ লুকিয়ে রয়েছে। শীতাকালেআপাতত তারা, কোনোরকম মুখোমুখি সংঘর্ষের পক্ষপাতী নয়। তবে সেনাবাহিনী, ও অন্যান্যনিরাপত্তা এজেন্সিগুলি এই সন্ত্রাসবাদীদের খুঁজে বের করার জন্য সবরকমভাবে চেষ্টাচালাচ্ছে।
Site Admin | December 27, 2025 9:56 PM
পাক সন্ত্রাসবাদীদের নির্মূলকরার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীরেরকিস্তওয়ার এবং ডোডা জেলায় শীতকালীন অভিযান শুরু করেছে।