August 3, 2025 1:15 PM

printer

পাক বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বেও বালুচিস্তান আগামী ১১ আগস্ট জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে

পাক বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বেও বালুচিস্তান আগামী ১১ আগস্ট জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য উৎসাহের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। শীর্ষস্থানীয় বালুচ মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ এক সোশ্যাল মিডিয়া পোস্টে এ খবর দিয়ে বলেছেন বালুচিস্তান আইনত কোনও দখলদার বাহিনীর নির্দেশ মেনে চলতে বাধ্য নয়। বালোচ জনগণের পক্ষ থেকে ঐ মানবাধিকার কর্মী জানিয়েছেন তারা পাকিস্তানকে ফের বালুচ ভূমি থেকে শান্তিপূর্ণভাবে সেনা প্রত্যাহারের সুযোগ দিয়েছেন। এই সুযোগ কে তিনি ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে পাক বাহিনীর যে পরিণতি হয়েছিল তা এড়ানোর সুযোগ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বালুচিস্তানের বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার ঐ প্রদেশে পাক বাহিনীর দমন-পীড়নের কথা তুলে ধরেছে।