পাকিস্তান সীমান্ত দিয়ে সম্ভাব্য জঙ্গি অনুপ্রবেশের গোয়েন্দা তথ্য সামনে আসতেই, জম্মু, সাম্বা এবং কাঠুয়া জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের দিকে ঘাঁটি গেড়ে থাকা ৩ থেকে ৪ জন জঙ্গির একটি দল জম্মুর কাঠুয়া সীমান্তবর্তী পাঠানকোট এবং গুরুদাসপুর অঞ্চলের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে পাঞ্জাব দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে । সেই কারণে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে, বিশেষ করে গুরুদাসপুর এবং পাঠানকোটে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সীমান্ত অঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে রাতে অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় ফ্রন্টলাইন বিএসএফ সদস্যদের সঙ্গে সীমান্ত পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ভিলেজ ডিফেন্স গার্ড (ভিডিজি) কঠোর নজরদারিতে রয়েছে।
ইতিমধ্যেই জম্মু-কাঠুয়া এবং পাঞ্জাব সেক্টরে আগস্টের বর্ষাকালীন বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়া এবং সীমান্ত চৌকিগুলি সম্পূর্ণরূপে মেরামত এবং পুনর্নির্মাণ করা হয়েছে।