পাকিস্তান সন্ত্রাসবাদকে মহিমান্বিত করছে এবং ভারত পাকিস্তান সংঘাতের বিষয়ে তথ্য বিকৃত করছে বলে ভারত অভিযোগ করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৮০ তম অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফের ভাষণের তীব্র সমালোচনা করেছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট বলেছেন, এই ধরনের নাটকীয় ভাষণের মাধ্যমে প্রকৃত তথ্য আড়াল করা যাবে না। পহেলগাঁও হামলায় ইসলামাবাদের ভূমিকা কি ছিল, তাও প্রতিফলিত হচ্ছে এর মধ্যে দিয়ে। ভারতের মাটিতে জঙ্গী হমাল চালানোর জন্য পাকিস্তানকে দায়ী করে পেটাল গেহলট বলেন, পাক প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে শান্তি স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। যদি তা যথাযথ হয়, তবে ভারতও তার প্রত্যুত্তর দিতে রাজি। কিন্তু তার আগে পাকিস্তানকে অবিলম্বে সমস্ত সন্ত্রাসবাদী শিবির বন্ধ করে দিতে হবে। ভারতীয় চাহিদা মত জঙ্গীদের তুলেও দিতে হবে নতুন দিল্লীর হাতে।
Site Admin | September 27, 2025 1:10 PM
পাকিস্তান সন্ত্রাসবাদকে মহিমান্বিত করছে এবং ভারত পাকিস্তান সংঘাতের বিষয়ে তথ্য বিকৃত করছে বলে ভারত অভিযোগ করেছে