মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 14, 2025 9:18 PM

printer

পাকিস্তান যেভাবে অবিবেচকের মতো যুদ্ধের জিগির তুলছে এবং ঘৃণ্য মন্তব্য করছে সেজন্য তাদের অত্যন্ত বেদনাদায়ক ফল ভোগ করতে হবে এবং সাম্প্রতিককালে এর প্রমাণও তারা পেয়েছে বলে ভারত জানিয়েছে

পাকিস্তান যেভাবে অবিবেচকের মতো যুদ্ধের জিগির তুলছে এবং ঘৃণ্য মন্তব্য করছে সেজন্য তাদের অত্যন্ত বেদনাদায়ক ফল ভোগ করতে হবে এবং সাম্প্রতিককালে এর প্রমাণও তারা পেয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লীতে আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে, পাকিস্তানকে তাদের উগ্র মনোভাব ত্যাগ করার পরামর্শ দেন। নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য সেদেশের নেতৃত্ব সর্বদা ভারত বিরোধীটাকেই হাতিয়ার করেছে।

সালিশী আদালত সিন্ধু জল চুক্তি নিয়ে যে রায় দিয়েছে সে সম্পর্কে শ্রী জয়সওয়াল জানান ভারত কোনো দিনই তথাকথিত সালিশী আদালতের আইনি বৈধতা এবং তার যথার্থতা স্বীকার করেনি।

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখপাত্র বলেন, অভিন্ন স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষে মানুষে জনসংযোগের ওপর ভিত্তি করে দু দেশের মধ্যে সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারীত্ব বজায় আছে।

ভারত মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল জানান, এ ক্ষেত্রে সহযোগিতা ব্যপক বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রতিরক্ষা নীতি নির্ধারকের একটি দল আগষ্ট মাসেই নতুন দিল্লী আসতে পারে। ২১ তম যৌথ সেনা মহড়া যুদ্ধ অভ্যাস চলতিমাসের শেষের দিকে আলাস্কায় অনুষ্ঠিত হতে পারে।

ভারত চীন সীমান্ত বাণিজ্যের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, উত্তরাখণ্ডের লিপুলেখ, হিমাচল প্রদেশের শিপকি লা পাস এবং সিকিমের নাথুলা পাস দিয়ে বাণিজ্য পুনরায় শুরুর চেষ্টা চলছে।

বিকল্প মুদ্রার বিষয়ে তিনি জানান, ভারত এ ব্যাপারে তাদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে। অর্থিনীতি থেকে মার্কিন ডলারকে বাদ দেওয়া ভারতের উদ্দেশ্য নয় বলেও শ্রী জয়সওয়াল জানান। আয়ারল্যান্ডে ভারতীয় নাগরিকদের ওপর অত্যাচারের জবাবে তিনি জানান, নতুন দিল্লী বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ডাবলিনে ভারতীয় দূতাবাস সর্বদা নাগরিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।