পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে কমপক্ষে তিনজন পুলিশ নিহত এবং একাধিক আহতের খবর পাওয়া গেছে। ওই অঞ্চলে আজ টানা দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি তাদের দাবিতে ডাকা র্মঘটের সময় বিরোধী গোষ্ঠীগুলি একযোগে বিক্ষোভ দেখায়, তাতেই বাড়ে হিংসাত্মক ঘটনা উস্কে দেওয়ার অভিযোগ ওঠে। সংবাদ সংস্থাগুলি জানিয়েছে যে চলতি বিক্ষোভের মধ্যে সরকার আবারও JKJAAC-কে আলোচনার প্রস্তাব দিয়েছে।
Site Admin | October 2, 2025 1:48 PM
পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে কমপক্ষে তিনজন পুলিশ নিহত এবং একাধিক আহতের খবর পাওয়া গেছে