পাকিস্তানে, অবিরাম বৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় খাইবার পাখতুনখোয়া জুড়ে পরিকাঠামো, কৃষিজমি এবং বেশ কিছু ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ আগস্ট থেকে ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর ফলে আরও বেশি ঝুঁকি তৈরি হয়েছে, পেটের অসুখ, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো জলবাহিত এবং চর্মরোগ বাড়ছে। সরকার এবং এনজিও কর্তৃক স্থাপিত জরুরি চিকিৎসা শিবিরে হাজার হাজার মানুষ চিকিৎসাধীন তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে । কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুততার সঙ্গে ত্রাণ ও পুনরুদ্ধারের কাজ চলছে।
Site Admin | August 26, 2025 6:10 PM
পাকিস্তানে, অবিরাম বৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় খাইবার পাখতুনখোয়া জুড়ে পরিকাঠামো, কৃষিজমি এবং বেশ কিছু ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
