May 18, 2025 7:04 AM

printer

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হিসারের বাসিন্দা, ইউটিউবার জ্যোতি রানিকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হিসারের বাসিন্দা, ইউটিউবার জ্যোতি রানিকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। হিসারের সিভিল লাইন থানায় জ্যোতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হিসারের ডেপুটি পুলিশ সুপার কমলজিৎ জানিয়েছেন, জ্যোতি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিলো এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য তাদের সরবরাহ করতো। জ্যোতি চারবার পাকিস্তান ভ্রমণ করেছে এবং ভারতের নিরাপত্তা সংস্থাগুলি তার ওপর নজর রাখছিলো।

একই অভিযোগে কৈথালের মাস্তগড় গ্রাম থেকে দেবেন্দর সিং নামে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। কৈথালের পুলিশ সুপার আস্থা মোদী জানিয়েছেন, অপারেশন সিঁন্দুর-সহ ভারতীয় সেনা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানকে পাঠিয়েছিলো দেবেন্দ্র। ফেসবুকে অবৈধ অস্ত্র সংক্রান্ত একটি পোস্টের কারণে গত ১৩ মে ওই যুবককে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।