মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 14, 2025 12:13 PM

printer

পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন চলাকালীন করাচিতে বেপরোয়াভাবে শূন্যে গুলি ছোঁড়ার ঘটনায় এক প্রবীণ নাগরিক এবং একটি ৮ বছরের শিশুকন্যা সহ তিনজনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন চলাকালীন করাচিতে বেপরোয়াভাবে শূন্যে গুলি ছোঁড়ার ঘটনায় এক প্রবীণ নাগরিক এবং একটি ৮ বছরের শিশুকন্যা সহ তিনজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহতের সংখ্যা ৬০-এরও বেশি। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন এলাকায় এধরণের ঘটনার খবর এসেছে। আজিজাবাদে এইরকমভাবে ছোঁড়া গুলিতে ৮ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়।

      অন্যদিকে, কোরাঙ্গিতে রাস্তায় চলার পথে এক প্রবীন নাগরিক গুলি বিদ্ধ হয়ে মারা যান। উৎসব পালনের আরও একটি ঘটনাতেও মৃত্যুর খবর এসেছে। সূত্রের খবর, ঘড়ির কাঁটা মাঝরাত পেরোতেই করাচি শহরের বিভিন্ন এলাকায় গুলি ছোঁড়া এবং বাজি পোড়ানোর ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পুলিশ শহর জুড়ে তল্লাশি চালিয়ে ২০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।