পাকিস্তানের সিন্ধু প্রদেশের দূরবর্তী পাহাড়ি এলাকায় গোপনে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে ঐ প্রদেশের নাগরিক সমাজ গোষ্ঠী গুলি অভিযোগ তুলেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-কে লেখা এক চিঠিতে এই গোষ্ঠীগুলি জানিয়েছে, কাম্বার সাহদাকোটের কাছে জামসোরো ও নোরিয়াবাদে এবং মাঞ্চোর হ্রদের কাছে ইতোমধ্যেই মাটির নীচে দীর্ঘ সুড়ঙ্গ এবং চেম্বার মির্মাণ করা হয়েছে। জেইয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ-এর চেয়ারম্যান সাফি বার্ফাট তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকউন্টে জানিয়েছেন, সামরিক গোপনীয়তার মধ্যে এই গোপন সুড়ঙ্গগুলি নির্মাণ করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই সুড়ঙ্গগুলিতে গোপনে পারমানবিক পরীক্ষা চালানোর জন্য তেজস্ক্রিয় সামগ্রী সংরক্ষণ করা হয়েছে। তিনি অবিলম্বে আন্তর্জাতিক পর্যায়ে ঐ এলাকায় নিবিড় পর্যবেক্ষণ চালানোর জন্য রাষ্ট্রসংঘের কাছে আহ্বান জানিয়েছেন।
Site Admin | November 5, 2025 6:52 PM
পাকিস্তানের সিন্ধু প্রদেশের দূরবর্তী পাহাড়ি এলাকায় গোপনে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে ঐ প্রদেশের নাগরিক সমাজ গোষ্ঠী গুলি অভিযোগ তুলেছে।