পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সমস্ত প্রচার তরঙ্গে ওই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলা ও আজ ফের দুই দেশের ডিজিএমও পর্যায়ের প্রস্তাবিত বৈঠকের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই ভাষণ তাৎপর্যপূর্ণ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তার বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয় শংকর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অফ ডিফেন্স স্টাফ অনীল চৌহান সহ শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ে বৈঠক করেন।
Site Admin | May 12, 2025 7:11 PM
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
