মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 22, 2025 9:41 PM

printer

পাকিস্তানের সঙ্গে যেকোনো রকম আলাপ আলোচনায় দ্বিপাক্ষিক স্তরে হবে বলে ভারত আজ তাদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।

পাকিস্তানের সঙ্গে যেকোনো রকম আলাপ আলোচনায় দ্বিপাক্ষিক স্তরে হবে বলে ভারত আজ তাদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লীতে আজ সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে হতে পারে না। শ্রী জয়সওয়াল বলেন, কয়েকবছর আগে পাকিস্তানকে দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গীদের এদেশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে কথাবার্তা বলতে ভারত প্রস্তুত।

সিন্ধু জলচুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তান যতক্ষন পর্যন্ত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থ জুগিয়ে যাবে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে।

সর্বদলীয় সাংসদ দলের বিষয়ে মুখপাত্র বলেন, এটি একটি রাজনৈতিক মিশন। সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের সঙ্কল্পের কথা তুলে ধরতেই এই মিশন হাতে নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত চায় তুরস্ক, পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ বন্ধ করতে আবেদন জানাক।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গত ১০ই মে চীনের বিদেশমন্ত্রী ও সীমান্ত সংক্রান্ত বিষয়ের বিশেষ প্রতিনিধি ওয়াং ই-র কথা হয়েছে। পাকিস্তান থেকে মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা শ্রী দোভাল স্পষ্ট জানিয়েছেন বলেও শ্রী জয়সওয়াল জানান। সেদেশের পক্ষ থেকে ভারত চীন সম্পর্কের প্রেক্ষিতে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবাদনশীলতাকে মান্যতা দেওয়ার কথাও জানানো হয়।