পাকিস্তানের লাহোরে ইজরায়েল বিরোধী মিছিল চলাকালীন তেহেরিক – ই লাববাইকের সমর্থক ও পুলিশের মধ্যে হিংসাত্মক সংঘর্ষে ৭ সমর্থক ও এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। গাজা ও প্যালেস্তাইনের সমর্থনে বের হওয়া তেহেরিক ই লাববাইকের মিছিল, ইসলামাবাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে এগোনোর মুরিদকেতে এই সংঘর্ষ বাধে। পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনওয়ার জানিয়েছেন, বিক্ষোভকারীদের গুলির আঘাতে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন।
অন্যদিকে, বিক্ষোভকারী টি এল পি-র দাবী সংঘর্ষে তাঁদের বহু সমর্থক প্রাণ হারিয়েছেন। টি এল পি প্রধান সাদ রিজভি সহ আহতদের দেহে গুলির আঘাত রয়েছে।