মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 22, 2025 7:18 PM

printer

পাকিস্তানের মানবাধিকার পরিষদ তাদের সদস্য ফারওয়া আসকার এবং  সাংবাদিক আলিফিয়া সোহেলকে অবৈধভাবে গ্রেপ্তারের   তীব্র নিন্দা করেছে।

পাকিস্তানের মানবাধিকার পরিষদ তাদের সদস্য ফারওয়া আসকার এবং  সাংবাদিক আলিফিয়া সোহেলকে অবৈধভাবে গ্রেপ্তারের   তীব্র নিন্দা করেছে। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, গতকাল করাচি প্রেস  ক্লাবের বাইরে দেশের ২৭তম সাংবিধানিক সংশোধনীর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন এই গ্রেপ্তার করা হয়। ই ঘটনাকে মত প্রকাশের  স্বাধীনতা এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।  পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ১৩ নভেম্বর ২৭তম সাংবিধানিক সংশোধনী বিল স্বাক্ষর করার পর এই বিক্ষোভ শুরু হয়।   রাষ্ট্রপতি সম্মতির মাধ্যমেবিলটি এখন পাকিস্তানের সংবিধানের অংশ হয়ে উঠেছে। এই সংশোধনীর লক্ষ্য সামরিক কর্তৃত্বকে কেন্দ্রীভূত করাফিল্ড মার্শাল সহ পাঁচ তারকা যুক্ত কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করা এবং সাংবিধানিক বিষয়ে সুপ্রিম কোর্টের উপরে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত তৈরি করা। এ সপ্তাহের শুরুতেতেহরিক তাহাফুজ-ই-আয়িন-পাকিস্তানের যৌথ বিরোধী জোট সংশোধনীর বিরুদ্ধে ইসলামাবাদের সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি প্রতিবাদ সমাবেশ করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।