July 11, 2025 9:26 PM

printer

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে অপহৃত অন্তত ৯ জন বাস যাত্রী নিহত হয়েছেন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে অপহৃত অন্তত ৯ জন বাস যাত্রী নিহত হয়েছেন। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ঝোবের কাছে এই ঘটনাটি ঘটে। সশস্ত্র হামলাকারীরা যাত্রীবাহী বাস থামিয়ে, তাদের পরিচয় যাচাই করে গুলি করে হত্যা করে। সংবাদ সূত্রের খবর, নিহত ৯ জনই পাকিস্তান-এর সামরিক গোয়েন্দা এজেন্ট ছিলেন। তারা কোয়েটা থেকে লাহোর যাচ্ছিলেন। এখনো পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।