পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য ও সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে জাতীয় রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বিজেপির পক্ষ থেকে ত্রিরঙ্গা যাত্রা-র আয়োজন করা হয়। জনকপুরী, নজফগড়, মাতালিয়া, দ্বারকা সহ বিভিন্ন জায়গায় আজ’ও এই যাত্রা আয়োজিত হবে।
নতুন দিল্লি কেন্দ্রে সাংসদ বাঁশুরী স্বরাজ সমাবেশে বলেন, এই যাত্রায় মহিলারা ব্যাপক অংশ গ্রহনের মাধ্যমে তাঁদের সমর্থন দিয়েছেন। ‘অপারেশন সিন্দুর’-এর প্রতি তাঁদের আস্থা ও বিশ্বাস জানিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীক্র উদ্দেশে ধন্যবাদজ্ঞাপন করেছেন।