মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 21, 2025 9:29 PM

printer

পাকিস্তানের বালুচিস্তানে খুজদার প্রদেশে একটি স্কুল বাসে বোমা বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর ঘটনায়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, ভারত তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে।

পাকিস্তানের বালুচিস্তানে খুজদার প্রদেশে একটি স্কুল বাসে বোমা বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর ঘটনায়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, ভারত তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে।

উল্লেখ্য, এর আগে, আজ সকালে, স্থানীয় সময় ৭ টা চল্লিশ নাগাদ, চল্লিশজনের একটি স্কুল বাসে বোমা বিস্ফোরণ হয়, তিন শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়। এই ঘটনায় পাকিস্তান ভারতকে দায়ী করেছিল।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ ক’রে, পাকিস্তানের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য, অভ্যন্তরীণ সমস্ত সমস্যার ক্ষেত্রে ভারতকে দোষারোপ করা পাকিস্তানের অভ্যাস হয়ে উঠেছে। পাকিস্তান, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে নিজের পরিচিতি লুকোতে এই ধরণের ঘৃণ্য প্রচেষ্টা করে থাকে।