পাকিস্তানের ফয়জালাবাদের মালিকপুর অঞ্চলে একটি রাসায়নিক কারখানায় গ্যাস চেম্বার লিক করে গতকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে।আহত আরো ৯ বলে উদ্ধারকারী দল জানিয়েছে। গতকাল সকালে সাহাব শহরের কবাডি স্টেডিয়ামের কাছে একটি আঠা তৈরীর কারখানায় বিস্ফোরণ হলে,তার তীব্রতা এতটাই ছিল যে গোটা শহর থেকে তা শোনা যায়। ফায়জালাবাদ কমিশনারের দপ্তর সূত্রে জানানো হয়েছে,এ পর্যন্ত ৩১ টি উদ্ধারকারী গাড়িকে কাজে লাগানো হয়েছে।
Site Admin | November 22, 2025 2:24 PM
পাকিস্তানের ফয়জালাবাদের মালিকপুর অঞ্চলে একটি রাসায়নিক কারখানায় গ্যাস চেম্বার লিক করে গতকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে