পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদে গতকাল,পাঁচ দশমিক তিন মাত্রার ভূকম্পন অনুভূত হয়। পেশোয়ার, সোয়াট, মালাকান্দ, মানসেরা সহ কম্পন অনুভূত হয়, পাক অধিকৃত গিলগিট বালতিস্তানের ঘিসার জেলাতেও।
আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা, এই ভূকম্পনের কেন্দ্রস্থল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।