পাকিস্তানের কয়েকটি মানবাধিকার সংগঠন সম্প্রতি বালোচিস্তান থেকে ৬ জন নাগরিকের উধাও হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বিভিন্ন জেলা থেকে পাকিস্তানি বাহিনী এঁদের তুলে নিয়ে যায়।
বালোচিস্তনের ন্যশনাল রাইটস হিউম্যান রাইটস বিভাগ পাঙ্ক জানিয়েছে, গত দু দিন ধরে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।ওই মানবাধিকার সংগঠনের বক্তব্য, বালোচিস্তানের যুব সম্প্রদায়ের ওপর আক্রমণ নামিয়ে আনার লক্ষ্যে পাক বাহিনী এই পদক্ষেপ নিচ্ছে।