পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাকতুনখাওয়া অঞ্চলে বান্নু ক্যান্টমেন্টে এক আত্মঘাতী হামলায় চার শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০। পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি ক্যান্টনমেন্টের সীমানা প্রাচীরে ধাক্কা মারলে এই বিস্ফোরণ ঘটে। হাফিজগুল বাহাদুরের সঙ্গে যুক্ত জৈশ আল ফুরসান জঙ্গী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা ক্যান্টনমেন্টের সুরক্ষাবুহ ভাঙতে চেষ্টা করলে সেনা জওয়ানরা ৬ জঙ্গীকে মেরে ফেলে। খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এই হামলার নিন্দা করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
Site Admin | March 5, 2025 11:08 AM
পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাকতুনখাওয়া অঞ্চলে এক আত্মঘাতী হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০
