পাকিস্তানের উত্তরাঞ্চলে গত ৪৮ ঘন্টায় প্রবল বর্ষণের জেরে বিধ্বংসী বন্যায় কমপক্ষে ৩২১ জন মানুষের মৃত্যু হয়েছে।সেদেশের জাতীয় বিপর্যয়ের মোকাবেলাকর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে খাইবার পাকতুনখোয়া প্রদেশেই ৩০৭জন মারা গেছেন। পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু হয়েছে আরও নয় জনের। এছাড়াও গিলগিট বালচিস্তান এলাকায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া দপ্তর সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আগামী ২৪ ঘন্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। প্রাদেশিক সরকার বুনের সহ ন‘টি জেলাকে বিপর্যয় কবলিত হিসাবে ঘোষণা করেছে। বিভিন্ন জায়গা থেকে দুর্গত মানুষদের উদ্ধারের জন্য ২০০০ জনকে কাজে লাগানো হয়েছে।