পাকিস্তানের আবহাওয়া বিভাগ গতকাল দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করে জানিয়েছে, দেশটির উত্তর অংশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৭। সে-সব এলাকার নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্যও আহ্বান জানানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, চলতি বছর বৃষ্টি স্বাভাবিক সময়ের আগেই শুরু হয়েছে, এবং আগামী দু’সপ্তাহ ধরে তা আরও তীব্রতর হবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র বুনেরেই ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ঘরবাড়ি ধ্বসে পড়ে, এবং জলোচ্ছ্বাসে স্থানীয় বাসিন্দা, গবাদি পশু এবং যানবাহন ভেসে যাওয়ায় কমপক্ষে ১৩৭ জন আহত হয়েছে। প্রত্যন্ত গ্রামে অনেক মানুষের ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে, এখনও অনেকেই নিখোঁজ।
উদ্ধারকাজে প্রায় ২ হাজার সেনা কর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।