December 20, 2025 2:57 PM

printer

পাকিস্তানের আদালত আজ তোশাখানা-২ দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

পাকিস্তানের আদালত আজ তোশাখানা-২ দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

বিশেষ আদালতের বিচারপতি শাহরুখ আরজুমান্দ, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এই মামলার রায় ঘোষণা করেন। ইমরান খান এবং তার স্ত্রীকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাদের প্রত্যেককে ১ কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করেছে।

২০২১ সালে সৌদি আরবের দেওয়া পাকিস্তানের প্রতি রাষ্ট্রীয় উপহার স্বরূপ দামী ঘড়ি, হীরে ও সোনার গয়নাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সরকারি তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তার জেরে ২০২৪ সালের জুলাই মাসে এই মামলাটি দায়ের করা হয়।