পাকিস্তানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলনের একটি ডিজিটাল ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে। ভিডিওটিতে, তাকে দাবি করতে দেখা যাচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ভিকে সিং দুবাই এয়ার শোতে তেজস দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলন এমন কোনও বিবৃতি দেননি। প্রচারিত ভিডিওটি ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর উপর আস্থা নষ্ট করার জন্য এআই-এর দ্বারা তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
Site Admin | November 22, 2025 10:31 PM
পাকিস্তানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলনের একটি ডিজিটাল ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে।