মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 29, 2025 9:27 AM

printer

পাকিস্তানকে হারিয়ে ভারত নবম বার এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে।

পাকিস্তানকে হারিয়ে ভারত নবম বার এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ভারত ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান ১৯ ওভার ১ বলে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। সাহিবজাদা ফারহান ৫৭, ফকর জামান ৪৬ রান করেন। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪ টি, জশপ্রীত বুমরাহ, বরুন চক্রবর্তী ২ টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছয়। তিলক ভার্মা ৬৯ রানে অপরাজিত থাকেন, শিবম দুবে ৩৩ রান করেন। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ৩ উইকেট নিয়েছেন। ভারতের তিলক ভার্মা ম্যাচের সেরা হয়েছেন। ৭ ম্যাচে ৩১৪ রান করে, টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক অভিষেক শর্মা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন।

এই জয়ের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমের এক বার্তায় বলেন, অপারেশন সিঁদুর হোক বা এশিয়া কাপ ফলাফল একই। ভারত সর্বদাই জয়ী হয়। তিনি এই জয়কে ক্রীড়াক্ষেত্রে অপারেশন সিঁদুর বলে অভিহিত করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।