পাঁচ বছর পর আজ আবার শুরু হচ্ছে কৈলাস মান সরোবর যাত্রা।
সিকিমের নাথুলা থেকে ৩৬ জন পুন্যার্থী এবং বিদেশ মন্ত্রকের দুই আধিকারিককে নিয়ে প্রথম দলটি আজ রওনা হবে। পুণ্যার্থীদের সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এর সঙ্গে সিকিম সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। রাজ্যপাল ওম প্রকাশ মাথুর আজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই যাত্রার সূচনা করবেন। আমাদের আকাশবাণীর সংবাদ দাতা জানিয়েছেন, নাথুলা থেকে এ বছর সর্বমোট দশটি দল কৈলাস মান সরোবরের উদ্দেশে যাত্রা করবে। যাত্রা সম্পূর্ণ করতে প্রতিটি দলের সময় লাগবে ১১ থেকে ১২ দিন।