পাঁচ দেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
এর পর তিনি সফরের শেষ পর্যায়ে নামিবিয়ার উদ্দেশে রওনা দেন।
নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী দাইতোয়ার আমন্ত্রণে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের উইন্ডহকে পৌঁছবেন। ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে ২৭ বছর পর, শ্রী মোদীর এই সফর। এই সময়কালে প্রধানমন্ত্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। নামিবিয়ার সংসদেও বক্তব্য রাখবেন শ্রী মোদী। সেদেশের মাটিতে পা রাখার পরই তাঁকে আনুষ্ঠানিক ভাবে অভ্যর্থনা জানানো হবে। শ্রী মোদিকে প্রদান করা হবে নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান
নামিবিয়ায় ভারতের হাইকমিশনার রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে এক বৃহৎ অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শক্তি নিরাপত্তা, জরুরী খনিজ , ডিজিটাল পরিকাঠামো এবং স্বাস্থ্য ক্ষেত্রে সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত হতে পারে। নামিবিয়ায় ইউ পি আই ব্যবস্থাপনা এবং জনৌষধি প্রকল্পের সূচনা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে।