মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 28, 2025 6:21 PM

printer

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে জম্মু কাশ্মীর এই প্রথম সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে জম্মু কাশ্মীর এই প্রথম সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, জম্মু কাশ্মীর বিধানসভায় আজ বিশেষ অধিবেশনে ওমর বলেন, এই ঘটনায় সমগ্র কাশ্মীর জুড়ে স্বতঃস্ফূর্তভাবে যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে তাঁর মধ্যে দিয়েই ঐ অঞ্চলে সন্ত্রাসবাদ নির্মূলের সূচনা হয়েছে। তিনি বলেন, ২৬ বছরে এই প্রথমবার কাশ্মীরবাসী কারোর ডাকে নয়, নিজেদের স্বার্থে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। না কোন রাজনৈতিক দল, না কোন সরকারী নির্দেশে তারা রাস্তায় নেমেছেন। গত ২২শে এপ্রিলের ওই হামলার কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বলেন, পর্যটন মন্ত্রী হিসেবে তাঁর আতিথেওতায় জম্মু-কাশ্মীরে পর্যটকরা ভ্রমণ করেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারা ব্যর্থতার সামিল।

এদিকে, জম্মু-কাশ্মীর বিধানসভায় আজ পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র সমালোচনা করে একটি নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। তিন ঘণ্টার দীর্ঘ আলোচনায় এই হামলাকে ঘৃন্য বর্বোরচিত, অমানবিক এবং কাপুরুষোচিত আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই হামলা কাশ্মীরিয়াতের মূল্যবোধ, সংবিধানের গুরুত্ব, একতা, শান্তি ও সম্প্রীতির চেতনার ওপর সরাসরি আঘাত হেনেছে। সভায় মৃতদের উদ্দেশে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন